ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট)
আজ বুধবার (২৯ সেপ্টেম্বর) শুরু হচ্ছে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) ২০২০-২০২১ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা। ভর্তি পরীক্ষা সকাল ১০টা থেকে বেলা ১২টা পর্যন্ত আর দ্বিতীয় শিফটের ভর্তি পরীক্ষা বেলা ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত।
বিজ্ঞপ্তি অনুযায়ী, ২৯/০৯/২০২১ তারিখে ১ম শিফটে সিভিল ইঞ্জিনিয়ারিং, কেমিক্যাল এন্ড ফুড ইঞ্জিনিয়ারিং এর ভর্তি পরীক্ষার প্রথম পত্রঃ ১০.০০ থেকে ১১.০০ ঘটিকা এবং দ্বিতীয় পত্রঃ ১১.০০ থেকে ১২.০০ ঘটিকায় অনুষ্ঠিত হবে।
২য় শিফটে ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং, ম্যাটেরিয়ালস্ এন্ড মেটালার্জিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগ এর ভর্তি পরীক্ষার প্রথম পত্রঃ ০২.০০ থেকে ০৩.০০ ঘটিকা এবং দ্বিতীয় পত্রঃ ০৩.০০ থেকে ০৪.০০ ঘটিকায় অনুষ্ঠিত হবে।
৩০/০৯/২০২১ তারিখে ১ম শিফটে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং, আর্কিটেকচার এর ভর্তি পরীক্ষার প্রথম পত্রঃ ১০.০০ থেকে ১১.০০ ঘটিকা এবং দ্বিতীয় পত্রঃ ১১.০০ থেকে ১২.০০ ঘটিকায় অনুষ্ঠিত হবে।
২য় শিফটে কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং, ইন্ডাষ্ট্রিয়াল এন্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং এর ভর্তি পরীক্ষার প্রথম পত্রঃ ০২.০০ থেকে ০৩.০০ ঘটিকা এবং দ্বিতীয় পত্রঃ ০৩.০০ থেকে ০৪.০০ ঘটিকায় অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য যে, প্রথম পত্র ও দ্বিতীয় পত্রের পরীক্ষা একত্রে একটানা অনুষ্ঠিত হবে।
সূত্র ও বিস্তারিতঃ ডুয়েট