Updates
২০১৯-২০২০ শিক্ষাবর্ষে প্রিলিমিনারী টু মাস্টার্স (নিয়মিত) প্রোগ্রামে ভর্তি ২০২০ সালের মাস্টার্স (প্রাইভেট) প্রোগ্রামে অনলাইন রেজিস্ট্রেশন আবেদনের সময় বৃদ্ধি ২০২২ শিক্ষাবর্ষে মাস্টার্স (প্রফেশনাল) ভর্তি কার্যক্রমে শেষপর্ব কোর্সসমূহের মেধা তালিকা প্রকাশ ২০২০ সালের মাস্টার্স (প্রাইভেট) প্রোগ্রামে রেজিস্ট্রেশন বিজ্ঞপ্তি ২০২১ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ ২০২০ সালের ডিগ্রি ১ম বর্ষের পরীক্ষা শুরু ৩০ ডিসেম্বর ২৪ নভেম্বর থেকে শুরু হবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২য় ও সর্বশেষ রিলিজ স্লিপের অনলাইন আবেদন জাতীয় বিশ্ববিদ্যালয় ২০২০-২০২১ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (পাস) শ্রেণির ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘চ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ সাত কলেজ বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
সংগৃহিত

সংগৃহিত

কৃষিবিজ্ঞান বিষয়ে ডিগ্রি প্রদানকারী  বিশ্ববিদ্যালয়সমূহে (১। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ, ২। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়, গাজীপুর, ৩। শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, ঢাকা, ৪। সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, সিলেট, ৫। পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী, ৬। চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম, ৭। খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়, খুলনা) গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা গ্রহণের মাধ্যমে ১ম বর্ষ স্নাতক শ্রেণিতে
২০২০-২০২১ শিক্ষাবর্ষে ভর্তিচ্ছু আবেদনকারীদের নিকট থেকে অনলাইনে আবেদনপত্র আহবান করা যাচ্ছে।

আবেদনের সময়সীমা ও ফি
আবেদন গ্রহণের সময়সীমা ০২ মে থেকে ১০ জুন ২০২১ পর্যন্ত। আবেদন ফি টাকা ১০০০/- (এক হাজার) মাত্র ‘নগদ’, ‘বিকাশ’ বা ‘রকেট’-এর মাধ ̈মে জমা দিতে হবে। যে সকল প্রার্থী ভর্তি পরীক্ষায় অংগ্রহণের সুযোগ পাবে না তাদের আবেদন সংক্রান্ত প্রসেসিং ফি বাবদ ৩০০.০০ টাকা কেটে রেখে অবশিষ্ট ৭০০.০০ টাকা তাদের প্রদত্ত হিসাব নম্বরে ফেরৎ দেয়া হবে। 

MCQ পদ্ধতিতে ১০০ নম্বরের ভর্তি পরীক্ষা আগামী ৩১ জুলাই ২০২১ শনিবার বেলা ১১:৩০ থেকে ১২:৩০ পর্যন্ত ০৭ (সাত) টি বিশ্ববিদ্যালয়ে একযোগে অনুষ্ঠিত হবে।
এইচএসসি/সমমান পর্যায়ের ইংরেজিতে ১০, প্রাণিবিজ্ঞানে ১৫, উদ্ভিদবিজ্ঞানে ১৫, পদার্থবিজ্ঞানে ২০, রসায়নে ২০ এবং গণিতে ২০ নম্বরের প্রশ্ন থাকবে। প্রতিটি ভুল উত্তরের জন ̈ ০.২৫ নম্বর কাটা যাবে।

আবেদন সংক্রান্ত যাবতীয় তথ্য www.admission-agri.org ওয়েবসাইটে পাওয়া যাবে। ওয়েবসাইটের ভর্তি নির্দেশিকা অনুযায়ী অনলাইনে আবেদন ফরম পূরণ করতে হবে। ভর্তি পরীক্ষা সংক্রান্ত যে কোন বিষয়ে কেন্দ্রীয় ভর্তি কমিটির সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে এবং প্রয়োজনে কমিটি যে কোন সিদ্ধান্ত পরিবর্তন ও পরিমার্জনের অধিকার রাখে।

 

সূত্র: www.admission-agri.org

Notice